টাঙ্গাইলে বেড়েই চলছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১৬৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৩৬ জন আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ২১.৮১ ভাগ। এ নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত জেলায় মোট ১৭ হাজার ৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অপরদিকে করোনায় কেউ মারা যায়নি। করোনায় এখন পর্যন্ত জেলায় মোট ২৬০ জন মৃত্যুবরণ করেছেন। সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন,

সারাদেশেই করোনায় সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। এর ফলে টাঙ্গাইলে স্বাস্থ্য বিধি না মানায় টাঙ্গাইলে আবারো আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সম্প্রতি আক্রান্তের বেশির ভাগই ঘুরতে গিয়েছিলেন।

কলমকথা/বি সুলতানা