মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম প্রতিনিধি: একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন কুড়িগ্রাম জেলা আনসার ভিডিপি সদস্য রুজিনা খাতুন। এদের মধ্যে একটি মেয়ে ও দুইটি ছেলে সন্তান। আজ বুধবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম হয় তিন সন্তানের। রুজিনা কুড়িগ্রাম জেলা আনসারের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গার স্ত্রী। গোলাম মোস্তফা রাঙ্গা বলেন, ২০১৩ সালে কুড়িগ্রাম জেলার রাজারহাটের ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী গ্রামের বাঙ্গালপাড়ার রুজিনা খাতুনের সাথে পারিবারিক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

স্ত্রীর হরমোনজনিত কারণসহ নানান ধরণের গাইনি সমস্যা দেখা দেওয়ায় প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি এ- অবস্ বিশেষজ্ঞ সার্জন সহকারী অধ্যাপক ডাক্তার সোনালী রানী মুস্তফীর অধীনে চিকিৎসাধীন ছিলেন। এ বিষয়ে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সোনালী রানী মুস্তফী বলেন, হরমোনজনিত কারণে রুজিনার আমার চিকিৎসাধীন ছিলেন। তার প্রথম সন্তান হওয়ার সময় ও দ্বিতীয়বার সন্তান হওয়ার আগে থেকে আমি চিকিৎসা ও পরামর্শ দিয়েছি।

নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করেছি। বুধবার দুপুরে সিজারে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন রুজিনা। বাচ্চাদের ওজন কম এবং দেড় মাস আগে সিজার করায় তাদের এনআইসিইউ এ রাখা হয়েছে। বর্তমানে রোগী এবং তিন সন্তান ভালো আছে। এদিকে ওই নবজাতক ও মাকে দেখতে হাসপাতালে আসেন আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের পরিচালক আবদুস সামাদ, পিভিএমএস।