মোঃ জাকিউর রহমান, ঢাকা প্রতিনিধি: আজ ২৬ মার্চ ২০২২ ইং শনিবার মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রলীগের আয়োজনে একুশে শর্টপিচ প্রিমিয়ার লীগ-২০২২ এর ৭ দিন ব্যাপী খেলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমর একুশে হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. ইসতিয়াক এম সৈয়দ, অমর একুশে হল ছাত্রলীগের সভাপতি এনায়েত এইচ. মনন, সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীগণ।
গতকাল বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অমর একুশে হল ছাত্রলীগ আয়োজিত “অগ্নিঝরা মার্চ একুশে শর্টপিচ প্রিমিয়ার লীগ-২০২২” এর জাকজমকপূর্ণ নিলাম অনুষ্ঠিত হয়। আগামী ১ এপ্রিল ফাইনাল খেলা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হবে বলে নিশ্চিত করেছেন আয়োজকেরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।