চতুর্থ ধাপে ফেনীর সোনাগাজী উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়,
যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে বিভিন্ন প্রার্থীর ১৩ জন পোলিং এজেন্টকে আটক করেছে পুলিশ।
সকাল ৯টার দিকে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের মধ্য চর চান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া তাদের থানা হাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ফোরকান মোল্লা বলেন, ভোটকেন্দ্রের ভেতর মোবাইল ফোন ব্যবহার করায় ১৩ জন পোলিং এজেন্টকে আটক করা হয়েছে। এর আগে ভোটকেন্দ্রে সহিংসতার আশঙ্কায় আরও ৩০ জনকে আটক করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।