মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে মোবাইল চার্জে দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবক নিহত হয়েছে। নিহত ঐ যুবকের নাম মোঃ ইমরান হোসেন।সে ঐ এলাকার মোঃ জহুর মোল্লার ছেলে। তাঁর এই অকাল মৃত্যুতে বড় ভাই মুরাদ বারংবার আহাজারি করছে আর বলছে, আমি কিভাবে এই শোককে সান্ত্বনা দেব?কিভাবে মেনে নেব? ও ছিল আমাদের চার ভাইয়ের মধ্যে সেজো।তবে সকলের মধ্যে ওকে আমি বেশি ভালো বাসতাম। আমার সেই ভাই আজ ফুরিয়ে গেল।আল্লাহ আমার ভাইকে মাফ করে দিও। জানা যায়, গতরাত ২ টার দিকে ঘুমাতে যাওয়ার আগে মাল্টিফ্লাগে থাকা চার্জারে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনার পর পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা যায়। আজ (১০ আগস্ট) দুপুরে জোহরের নামাজের পর তার নিজ বাসভবনে জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে। নিহত ইমরান হোসেন ২০১৩ সালে মাগুরা সদরের জোকা আলিম মাদ্রাসা থেকে দাখিল এবং ২০১৫ সালে শত্রুজিৎপুর কলেজ থেকে এইস এস সি পাশ করে বলে জানা গেছে। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে এবং উপস্থিত সকলকেই অশ্রুশিক্ত হয়েছে। ছেলের এমন করুন মৃত্যুতে তার মা বারবার মুর্ছা যাচ্ছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।