খুলনার কয়রায় কপোতাক্ষ নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরামুখা গ্রামের অস্থায়ী রিং বাঁধটি ভেঙে যায়। এতে ইউনিয়নের ৩-৪টি গ্রাম প্লাবিত হয়েছে। আতঙ্কে রয়েছে উপকূলবাসী।
স্থানীয়রা জানান, গত ১৭ জুলাই ভাটির টানে বাঁধের ২০০ মিটার জায়গাজুড়ে ভাঙন দেখা দেয়। পরে স্বেচ্ছাশ্রমে সেটি মেরামত করা হয়। দুর্বল বাঁধটি সকালে আবারও স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামতের চেষ্টা চালান। তবে দুপুরে জোয়ারের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করছে।
স্থানীয় বাসিন্দা সজিব জানান, দুপুরে জোয়ারে কপোতাক্ষ নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুস ছালাম খাঁন জানান, দুপুরে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে অস্থায়ী রিং বাঁধ ভেঙে যায়। এতে তিন থেকে চারটি গ্রাম প্লাবিত হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।