রুবেল চক্রবর্তী,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: বুধবার (১৮ আগস্ট) ভোলার তজুমদ্দিন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি)  সম্মেলন কক্ষে এই ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) তজুমদ্দিনে ক্ষুদ্র পল্লী  উদ্যোক্তাদের মাঝে প্রধান মন্ত্রীর ঘোষিত করোনাকালীন প্রণোদনা ঋন বিতরণ করেছেন।
বুধবার সকালে বিআরডিবি র কার্যালয়ে ১১ জন উদ্যোক্তার মাঝে ২৩ লক্ষ ৫০ হাজার টাকা সহজ শর্তে ঋন সহায়তা প্রধান করা হয়। তজুমদ্দিন ইউসিসিএ লিঃ চেয়ারম্যান আমিন মহাজনের সভাপতিত্বে ঋন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম, বিআরডিবি ভোলা জেলা উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জান সরকার, তজুমদ্দিন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুবকর ছিদ্দিক,তজুমদ্দিন প্রেস ক্লাবের সভাপতি রফিক সাদি, জুনিয়র অফিসার সুজন চন্দ্র দাস, উদ্যোক্তা যোবায়ের স্বপন প্রমূখ।