দুই মেয়েসহ করোনায় আক্রান্ত হয়েছেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান সোহাগ।
তিনি জানান, শরীরে জ্বর অনুভূত হলে গত বুধবার (২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও তার পরিবারের সবাই নমুনা পরীক্ষার জন্য দেন। এরপর বৃহস্পতিবার নমুনার ফলাফলে তিনি ও তার দুই মেয়ের করোনার ফলাফল পজিটিভ আসে। জেলা প্রশাসক তার সরকারি বাসভবনে অবস্থান করছেন। প্রথম দিকে শরীরে জ্বর থাকলেও তিনি ও তার দুই মেয়ে বর্তমানে সুস্থ আছেন।
উল্লেখ্য, এর আগে জেলা প্রশাসক জিয়াউল হক ২০২০ সালের ৩ নভেম্বর করোনায় আক্রান্ত হয়েছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।