রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ কোভিড- ১৯ মোকাবেলায় সচেতনতা উদ্যোগ নিয়েছে মাওনা হাইওয়ে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রোডের বিভিন্ন মোড়ে মোড়ে সচেতনতামূলক সমাবেশ, কমিউনিটি পুলিশের কমিটি গঠন,মিনারেল ওয়াটার,লিফলেট ও মাস্ক বিতরণ কর্মসূচি করা হয়।
এ উপলক্ষে মাওনা হাইওয়ে থানার উদ্যোগে বিভিন্ন মোড়ে শুরু হয় সমাবেশ। এতে কমিউনিটি পুলিশের সদস্য, সাধারণ জনগণ, সাংবাদিক ও সমাজ কর্মীরা অংশ নেন। করোনার তৃতীয় ঢেউ মোকাবেলা করতে হাইওয়ে অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, এস আই হাদিউল ইসলাম, এস. আই খোরশেদ আলম, সার্জেন্ট নাজমুল ইসলাম, সাংবাদিক মাসুদ রানা ও কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ। পরে বিভিন্ন মোড় থেকেই প্রধান সড়কে চলাচলরত সাধারণ মানুষদের মাস্ক পড়িয়ে দিয়ে এবং স্যানিটাইজার ব্যবহার করতে অনুরোধ করা হয়। নিজে সচেতন থেকে অন্যকে সচেতন হতে সহযোগীতা করতে বলেন তারা। এছাড়াও মাওনা হাইওয়ে থানার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।