(দেবাশীষ চক্রবর্তী বাবু) : কলারোয়ার ১ নম্বর জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ধানদিয়া ওয়ার্ডের একটি কালভার্ট এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। বিগত ছয় মাস আগে একটি মাটি বহনকারী ট্রাক্টর জরাজীর্ণ কালভার্টের উপর দিয়ে যাওয়ার সময় কালভার্টটি ভেঙ্গে যায়, সেখান থেকে এখন পর্যন্ত কালভার্টটি মেরামত করা হয়নি।
আর এই জরাজীর্ণ ভাঙ্গা কালভার্টটি এলাকার মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে সেই সাথে নানা সময়ে এলাকার মানুষ ভাঙ্গা কালভার্টির ভিতরে পড়ে গুরুতর আহত হচ্ছেন। ধানদিয়া হাইস্কুলের বিপরীতে দক্ষিণ দিকের কাঁচা রাস্তা টি ৯ নম্বর ধানদিয়া ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান মনির বাড়ি যাওয়ার পথিমধ্যেই কালভার্টটি অবস্থিত।
জরাজীর্ণ কালভার্টটি বর্ষা মৌসুমের পানি নিষ্কাশন করে থাকে সেই সাথে পার্শ্ববর্তী মাঠের যাবতীয় ফসল এই এলাকার মানুষ এই কালভার্টের উপর দিয়েই নিয়ে যান। প্রায় প্রতি নিয়ত ছাত্র-ছাত্রী, এলাকাবাসী যাতায়াত করে এই কালভার্টের উপর দিয়ে। প্রতিনিয়ত ঝুঁকির মধ্য দিয়ে এই কালভার্টটি অতিক্রম করে এলাকার জনসাধারণ, তারা দাবি জানাচ্ছেন দ্রুত যেনো কালভার্টটি সংস্কার করে এলাকার মানুষের প্রাণ সংশয় থেকে মুক্ত করেন।
গত ১৫ ডিসেম্বর আতিয়ার দফাদার, পিতা শের আলি দফাদার, সকাল ৮টার দিকে মাঠে ধান কাটার উদ্দেশ্যে রওনা হন বাড়ি থেকে, পথিমধ্যে এই জরাজীর্ণ কালভার্টটি অতিক্রম করতে গিয়ে পা পিছলে কালভার্টের ভিতরে পড়ে যান এবং গুরুতর আহত হন, আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করেন, সেখান থেকে চিকিৎসা নিয়ে তিনি অনেকটা সুস্থ হয়েছেন, তার সাথে কথা বলে জানা গেছে এমনটাই।তিনি দাবি জানাচ্ছেন যেন স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত এ জরাজীর্ণ কালভার্টটি সংস্কার করে মানুষকে ঝুঁকিমুক্ত করেন।
স্থানীয় বাসিন্দা তাজউদ্দীন মোড়ল, ২২ ডিসেম্বর সকালে সাইকেল নিয়ে যাওয়ার সময় সাইকেলসহ ভাঙ্গা কালভার্টের ভেতরে পড়ে গিয়ে আহত হন।
প্রায় প্রতিনিয়তই এলাকাবাসী ও পথচারীরা এই কালভার্টটি অতিক্রম করার সময় ভেতরে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে, যেটি আসলে খুবই দুঃখজনক। তাই এলাকাবাসীর দাবি জানাচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে, যেন দ্রুত এই কালভার্টের সংস্কার করে এলাকাবাসীকে দুর্দশা থেকে মুক্ত করেন।
এই বিষয়ে জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশাখা তপন সাহার সাথে কথা বললে তিনি জানান, বাজেট পেলেই তিনি প্রথমে কালভার্টটি সংস্কার করবেন এবং এলাকার মানুষের দুর্দশা দূর করবেন এমনি আশাবাদ ব্যক্ত করেন।