কুড়িগ্রামে অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একজন কলেজ ছাত্রসহ দুজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আজ রবিবার সকালে কুড়িগ্রাম শহরের পাশে ধরলা সেতুর নিকট এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আজ সকাল ১০টায় নাগেশ্বরী থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে কুড়িগ্রামের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ জন আহত হলে তাদেরকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- নাগেশ্বরী উপজেলার পয়রাডাঙা গ্রামের কলেজছাত্র হাবিবুল্লাহ ও ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় গ্রামের মৃত মুক্তিযোদ্ধা এনামুলের হকের স্ত্রী রাবেয়া খাতুন। আহত নুর মোহাম্মদ ও উমর আলীকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অটোরিকশাচালক ইমান আলী ও যাত্রী হাবিবুর রহমান কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।