চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১১টায় পিএবি সড়কের বারখাইন ইউনিয়ন তৈলারদ্বীপ ব্রিজে পুরাতন টুলবক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আরমান হায়দার (২০)। তিনি কর্ণফুলী থানার চর পাথরঘাটা ৩ নম্বর ওয়ার্ডের লোকমান হায়দারের ছেলে। আরমান পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, রাত সাড়ে ১১টায় তৈলারদ্বীপ ব্রিজের সামনে বাসচাপায় মোটরসাইকেল আরোহী আরমান হায়দার ঘটনাস্থলেই মারা যান।

আরমান হায়দার আত্মীয়ের বিয়ে বাড়ি থেকে বাড়িতে ফিরছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

  কলমকথা/রোজ