সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় এক নারী শ্রমিককে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় জিএমকে (জেনারেল ম্যানেজার) ছুরিকাঘাত করেছেন ওই নারীর স্বামী বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে আশুলিয়ার নরশিংহপুর এলাকার আদিয়াত এপ্যারেলস লিমিটেড কারখানায় এঘটনা ঘটে৷ পরে রাত ১১ টার দিকে পুলিশ স্বামী আব্দুল বারেক ও তার স্ত্রীকে থানায় নিয়ে যায়।

আহত জিএম এম কে আজাদ (৫০) বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎমাধীন রয়েছে।

স্থানীয় লোকজন ও কারখানার শ্রমিকরা জানায়, মঙ্গলবার কারখানার দ্বিতীয় তলা পরিদর্শনে যান জি এম আজাদ। এ সময় তিনি এক নারী শ্রমিকের গায়ে হাত দেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পরপরই ভুক্তভোগী নারীর স্বামী ধারালো ছুরি দিয়ে আজাদকে আঘাত করে আহত করেন। পরে আহত জিএমকে উদ্ধার করে প্রথমে নারী ও শিশু হাসপাতালে ও পরে ঢামেক হাসপাতালে নিয়ে যায় কারখানা কর্তৃপক্ষ।

কারখানার মালিক তামিম মাহমুদ রিংকুর বলেন, ঘটনার সময় আমি কারখানায় ছিলাম না৷ আর এটার বিস্তারিতও জানি না। তবে শুনেছি একজন শ্রমিক জিএমকে ছুরিকাঘাত করেছে। পরে দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল আলম বলেন, ঘটনার পর পর আমাকে জানানো হলে আমি সেই কারখানায় যাই। সেখানে গিয়ে দ্রুত আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠাই। যেহতু এখানে একই সাথে ধর্ষণ চেষ্টা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে তাই বারেক ও তার স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় দুই পক্ষের অভিযোগ আমলে নেওয়া হবে। প্রয়োজনে তারা চাইলে দুই পক্ষেরই মামলা নেওযা হবে।

 

 

কলমকথা / সাথী