বাপ্পী সরকার,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ চাম্পাফুল ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জরুরী খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১২ টার সময় কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন পরিষদের হলরুমে এক ওরিয়েন্টশনে যোগ দেওয়ার পূর্ব মুহূর্তে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিসার আশিক বিল্লাহ, এ এস এস ও আব্দুর রাজ্জাক, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ও করোনা এক্সপার্ট টিমের টিম লিডার মোঃ আমিনুর রহমান ও চাম্পাফুল ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের উপস্থিতিতে ৪টি হতদরিদ্র পরিবারের মাঝে জরুরী সহায়তার খাদ্য বিতরণ করেন।
ইউনিয়নের চাঁদখালী মৃত মোক্তার হোসেনের স্ত্রী জরিনা বিবি, মৃত কফিলদ্দীন গাজীর স্ত্রী আয়েশা বিবি, মৃত আকরাম হোসেনের মেয়ে বিধবা আম্বিয়া খাতুন ও অসহায় মোসলেম মোড়লের স্ত্রী ছাবিহা খাতুন জরুরী খাদ্য সহায়তার জন্য ৩৩৩ এ কল করলে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের নিখুঁত তদারকিতে দ্রুত সময়ের মধ্যে তাদের হাতে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।