ঝিনাইদহ:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দিঘারপাড়া গ্রামে রেজাউল ইসলাম (৩৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার (২৭ নভেম্বর) ভোর রাতে উপজেলার দিঘারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রেজাউল ইসলাম ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
প্রতিবেশীরা জানায়, রেজাউল ইসলাম রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন। ভোর রাতের দিকে হইচই শুনে তারা এগিয়ে দেখেন ঘরে ঘুমন্ত অবস্থায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে রেখে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিক্যালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। তবে কি কারণে তাকে হত্যা করা হলো এখনই বলা সম্ভব হচ্ছে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।