- কিশোর ক্লাবের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
এনামুল কবির সবুজ স্টাফ রিপোর্টারঃ
যশোরের কেশবপুর উপজেলার ইমাননগর গ্রামের স্থানীয় সংগঠন “মুজগুন্নী-ইমাননগর কিশোর ক্লাব” এর নিজস্ব উদ্যোগে মুজগুন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দরিদ্রদের মাঝে মঙ্গলবার দুপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও সমাধান সংস্থার বাস্তবায়নে “কৈশোর কর্মসূচি”র আওতায় গঠিত ক্লাব কর্তৃক গৃহিত বিভিন্ন সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে ক্লাবের নিজস্ব তহবিল থেকে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।
ক্লাবের সভাপতি মোঃ নাজমুস সাকিবের সভাপতিত্বে প্রোগ্রাম অফিসার মোঃ মঈনুল ইসলামের সান্চলনায় প্রধান অতিথি হিসাবে কম্বল বিতরণ করেন সমাধানের সহকারী পরিচালক মোঃ সফিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে মুজগুন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সমাধান চিনাটোলা শাখার ম্যানেজার মোঃ মনিরুজ্জামান ও কৈশোর কর্মসূচির ফোকাল পারসন মোঃ মুনছুর আলী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।