এমডি জিলহজ খান,কুষ্টিয়া: কুষ্টিয়া দোকান খুলে রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করছে দোকান মালিক ও কর্মচারীরা।আজ মঙ্গলবার দুপুর ১২.৪৫.মিনিটে কুষ্টিয়া এন এস লোডের দোকান মালিক ও কর্মচারী সরকারি স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে রাখার দাবিতে কয়েকশো দোকান মালিক ও কর্মচারী বিক্ষোভ মিছিল বের করে এ সময় তারা সরকারের কাছে লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে দোকান খোলা রাখার দাবি জানান। এছাড়াও তারা বলেন করনার প্রথম ধাক্কার ক্ষতি তারা এখনও কাটিয়ে উঠতে পারেনি অনেকেই ধার দেনা ও লোন নিয়ে ব্যবসা শুরু করছে এই মুহূর্তে ।দোকান বন্ধ রাখলে ব্যবসা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না পরিবার পরিজনদের নিয়ে পথে বসতে হবে।তাই তাদের দাবি মানবিক দিক বিবেচনা করে বেঁচে থাকার তাগিদে উন্মুক্ত করা তাদের জীবিকা অর্জনের পথ। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে খোলার অনুমতি দেওয়া হোক তাদের দোকান
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।