![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/ded-body.jpg)
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সড়কের পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে মিরপুর-দৌলতপুর সড়কের মিরপুর উপজেলার ডাকাতির পুকুর নামক স্থান থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত আরশেদ আলী (৫৫) উপজেলার ছাতিয়ান ইউপির আটিগ্রাম মসজিদপাড়ার মৃত নোমাজ আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর।
জানা যায়, সকালে উল্লিখিত সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ থানায় সংবাদ দেন। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। লাশের পাশেই পড়েছিল তার ব্যবহৃত বাইসাইকেল। এটি হত্যাকাণ্ড নাকি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।