![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/272512921_334096708645689_5813630431971245962_n.jpg)
মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে এক ব্যক্তির নিহতের খবর পাওয়া গেছে । নিহত জোবেদ আলী (৫৯) কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
১ফেব্রুয়ারি(মঙ্গলবার) বিকেলে ওই ইউনিয়নের বালাবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। কচাকাটা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়, কেদার ইউনিয়নের বালাবাড়ী গ্রামের কেতু শেখের ছেলে খলিলুর রহমান ও বাবলুগং এর সাথে দেড় বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে
সফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে বিরোধপুর্ণ ওই জমি খলিলুর রহমানের কাছ থেকে বোন জামাই জোবেদ আলী লিজ নিয়ে বোরো বীজতলা তৈরি করেন। মঙ্গলবার ওই বীজতলা থেকে চারা সংগ্রহ করতে গেলে সফিকুল ইসলাম তার লোকজনসহ সেখানে গিয়ে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যায় জোবেদ আলী। পরে স্থানীয়রা এগিয়ে এসে জোবেদ আলীর লাশ উদ্ধার করে।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পরে আইনী ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।