মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজের পূর্ব পাড়ে মাধবরাম এলাকায় ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ২ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। কুড়িগ্রাম সদরের অফিসার ইনচার্জ খান. মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ধরলা ব্রিজ পূর্ব পাড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত দুই ব্যাক্তি হলেন নাগেশ্বরী উপজেলার ঘোষের খাল গ্রামের মাসুদুর রহমান বাবুর ছেলে মোঃ হাবিবুল্লাহ(২৪) এবং অটোরিকশার অপর যাত্রী রাবেয়া বেওয়া(৬২)।

তিনি নাগেশ্বরী উপজেলার নওয়াবস ইউনিয়েনর ভাঙ্গা মোড় গ্রামের মোঃ এনামুল হক এর স্ত্রী। আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কে একই দিকে যাত্রা করা একটি ট্রাক্টরের ডালার পিন(পিছনের অংশের মালামাল রাখার লক) খুলে সেই অংশ একটি চলন্ত অটোরিকশা কে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে পরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, নিহত দুজনের লাশ আইনি প্রক্রিয়ার জন্য থানায় রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ট্রাক্টরের চালক পলাতক বলে জানান তিনি।