কেশবপুরের বাজিতপুর এলাকার ছয় পরিবারের নারী ও শিশুসহ অন্তত ২০ সদস্য অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হলেন। রোববার পৌরসভা থেকে ওই ৬ পরিবারের জন্য যাতায়াতের রাস্তা নির্মাণ করে দেয়া হয়েছে।

পৌরসভার বাজিতপুর পূর্ব পাড়া এলাকার মোকাম মোড়ল, বাবর আলী, নাইম হোসেন, রাজু আহমেদ, শামীম মোড়ল ও মিলন মোড়লের পরিবারকে তাদের শরিকরা বাড়ি থেকে বের হওয়ার পথ দীর্ঘদিন ধরে বন্ধ করে দেয়ায় তারা অবরুদ্ধ হয়ে পড়েন। এর ফলে ওই পরিবারের সন্তানদের স্কুলে যাতায়াত, কৃষি পণ্য আনা নেয়াসহ বিভিন্ন সমস্যা নিয়ে দিন পার করছিলেন। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে পৌরসভা কর্তৃপক্ষের নজরে আসে। পরে দু’পক্ষের সাথে আলোচনা করে অবরুদ্ধ থাকা পরিবারগুলোর জন্য প্রায় ৩০০ ফুট রাস্তা ইটের সলিং করে দেয়া হয়।

এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর ও প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু বলেন, দু’পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বাড়ির ভেতর থেকে সড়কে ওঠার জন্য প্রায় ৩০০ ফুট রাস্তা ইটের সলিং করে দেয়া হয়েছে।