মোস্তফা কামাল , কেশবপুর (যশোর)প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে বুধবার সকালে ৩২ কেজি ওজনের এক বিরল প্রজাতির গোলপাতা মাছ দেখতে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। কুয়াকাটা সমুদ্র থেকে গত মঙ্গলবার জেলেদের জালে ওই গোলপাতা মাছটি ধরা পড়ে। পরে এ বিরল প্রজাতির মাছ বিক্রির জন্য কেশবপুর মাছ বাজারের একতা ফিসের আড়তে আনা হয়। কেশবপুর মাছ বাজারের ব্যবসায়ী নফর গাজী বলেন, পটুয়াখালির কলাপাড়া উপজেলার মহিপুর বাজারের ব্যবসায়ী রাসেল হোসেন গোলপাতা মাছ বিক্রির জন্য তার কাছে পাঠায়। মাছটি প্রায় ছয় ফুট দৈর্ঘ্যের ও দুই ফুট প্রস্থের। ওজন হয়েছে প্রায় ৩২ কেজি। কেশবপুর মাছ বাজারের সভাপতি আতিয়ার রহমান বলেন, গোলপাতা মাছটি মণিরামপুর উপজেলার আটঘরা গ্রামের সাবেক মেম্বর সবেদ আলীর কাছে ৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। বাজারে এত বড় গোলপাতা মাছ আগে কেউ দেখেনি। যশোর জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান বলেন, গোলপাতা মাছের বৈজ্ঞানিক নাম ইস্টিওফোরাস প্ল্যাটিপটারাস প্রজাতির সেইল ফিশ। এ মাছ গভীর সমুদ্রে দেখা যায়। খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা ব্যাপক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।