দিনাজপুরে কয়েকদিন ধরেই অব্যাহত রয়েছে ঘন কুয়াশা। তীব্র শীত আর ঠাণ্ডা থেকে রক্ষায় আগুন জ্বালানোসহ নানা উপায় খুঁজছেন এ জেলার নিম্ন আয়ের মানুষ।

মঙ্গলবার ( ৪ জানুয়ারি) সকাল ৯ টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৪ শতাংশ। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা তেঁতুলিয়ায় ছিলো ১১.২ ডিগ্রি।

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

তিনি জানান, দিনাজপুরে সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৬ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ১০-১২ কিলোমিটার পর্যন্ত উন্নীত হয়েছে।

এছাড়াও, সৈয়দপুর ১০.০, রংপুর ১০.৩, শ্রীমঙ্গল ৯.৬, ডিমলায় ১০.৫, রাজারহাটে ১০.৪, বদলগাছিতে ৯.৪ যশোর ১০.৪, রাজশাহীতে ১০.৫, চুয়াডাঙ্গায় ৯.৫, তেঁতুলিয়ায় ৯.২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ছিলো ৯.২ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু কিছু স্থানের (পঞ্চগড়, সৈয়দপুর, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গল) উপর দিয়ে ১টি মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে । এছাড়াও আরো বেশকিছু স্থানের উপর শৈত্যপ্রবাহের খুব কাছাকাছি তাপমাত্রা বিরাজ করছে।