দিনাজপুরের খানসামায় আগুনে ১০টি পরিবারের ১৫টি ঘর পুড়ে চাই হয়ে গেছে এবং রান্নাঘরের চুলার আগুনে থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর ২০২১) রাত দুই টার দিকে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সাবুদের হাটের (হালির পাড়া) এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
একটি বিশেষ সুত্রে জানা যায় যে, আগুনের সুত্রপাত হয় চুলার আগুন হতে কিন্তু সেটা পরবর্তীতে বিদ্যুৎ এর সাথে সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে বাসিন্দাদের চাল, ডাল, শীতবস্ত্রসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
সেফাউল নামে এক ইপিজেড কর্মী জানান, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না আমি সে সময় আমার শশুর বাড়িতে ছিলাম ঘটনার সময় রাতে আমাকে আমার পরিবারের লোকজন ফোন করে বলে যে বাড়িতে নাকি আগুন লেগেছে।
তখন খবর পেয়েও আমি আসতে পারি নাই। কিন্ত সে সময় বাড়ির পাশের লোকজন ও এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে।
এতে আমার সেই রকম ক্ষতি হয় নাই শুধুমাত্র ২ টি ঘর ভাংচুর করা হয়েছে কিন্ত অন্যান্য বাকি ৯ জনের ঘরের মালামাল, আসবাবপত্র, জামা কাপড় পুড়ে গেছে।
এ বিষয়ে খানসামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যাই। প্রায় দেড় ঘন্টা ব্যাপি অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে এই আগুনে দশটি পরিবারের প্রায় ১৫ টির মতো ঘর পুড়ে ভূষিভূত হয়েছে।
এ দিকে আজ বুধবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঐ পরিবারের মাঝে চালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, শীতবস্ত্র ও তৈজসপত্র প্রদান করলেন আসন্ন আংগারপাড়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।