মোঃ জসিম উদ্দিন,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে রোববার (১৫ আগস্ট) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করার পর পর্যায়ক্রমে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, নীরবতা পালন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত)সভাপতি গোলাম মোস্তফা আহমেদ শাহ্ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী (লায়ন) এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি মেরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক হাফিজ, আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক ননী গোপাল, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভাবকী ইউনিয়ন আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুস সামাদ, আলোকঝাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকসেদার গণি রাব্বু, আংগারপাড়া ইউনিয়ন আওয়ামী সভাপতি আবুল কালাম আজাদ, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রায় প্রমুখ।