মোঃ জসিম উদ্দিন; খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ একদিকে নতুন বছর, সাথে আরো নতুন বই। নতুন বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় নতুন বই পেয়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে ক্ষুদে শিক্ষার্থীরা।
নতুন বছরের প্রথম দিনেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।
আজ পহেলা জানুয়ারী উপজেলার খানসামা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও খানসামা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম ও ইউএনও রাশিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মন্জুরুল হক, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এস এম এ মান্নান সহ বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক বলেন,করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। বিগত কয়েক বছর হতে বই বিতরণে উৎসব করা হলেও এবারে করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণে স্বাস্থ্যবিধির ব্যাপারে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।
প্রতিটি বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীদের মাঝে বিণামূল্যে বই বিতরণ করা হচ্ছে। এবার সব শিক্ষার্থীই নতুন ক্লাসের বই পাবে বলে জানা গেছে। প্রতিবারের মতো এবারও নতুন বই পেয়ে আনন্দে উচ্ছসিত সকল শিক্ষার্থীরা..
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।