দিনাজপুরের খানসামা উপজেলার ৬ ইউপির মধ্যে ৩ ইউপির নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। সেই সাথে সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যরাও তাদের দায়িত্ব গ্রহণ করেছে।
আজ রবিবার (৩০ জানুয়ারী) স্ব স্ব ইউনিয়ন পরিষদে দায়িত্ব গ্রহণ করেন তারা। দায়িত্ব গ্রহণের পর জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাদের কর্মী সমর্থকরা।
দায়িত্ব গ্রহণ করা নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন, ১ নং আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমান, ২ নং ভেড়ভেড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রিয়াজুল ইসলাম (বাবুল) ও ৪ নং খামার পাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বক্কর (সিদ্দিক) দায়িত্ব গ্রহণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।