![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/09/received_195499429345591.jpeg)
শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল দশটায় খুলনা পল্লী মঙ্গল মাদ্রাসা প্রাঙ্গণে হুফ্ফাজে পল্লীমঙ্গল খুলনার ব্যবস্থাপনায় শামসুল উলুম খাদেমুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব হাফেজ মানসুর আহমদ রহ. এর স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হুফ্ফাজে পল্লীমঙ্গল খুলনার সভাপতি মাওলানা রফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় আলোচনা করেন হাফেজ মোস্তাক আহমেদ, হাফেজ মুফতি হাফিজুর রহমান, হাফেজ মুফতি রফিকুল ইসলাম, মুফতি জিহাদুল ইসলাম, মাওলানা ফেরদৌস আলম, মাওলানা এনায়েত হোসেন, মাওলানা মশিউর রহমান, মোঃ এমদাদুল হক খালাসী, মোঃ মুরাদ হোসেন, শেখ মোঃ নাসির উদ্দিন, মুফতি আব্দুল কুদ্দুস, হাফেজ কবির হোসাইন, মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।
স্মরণসভায় ছাত্রদের উদ্যোগে কয়েক খতম কুরআন পড়া হয় এবং শেষে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বিকালে সকল ছাত্রদের নিয়ে তার কবর জিয়ারত করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।