শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধি : পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার উড়াবুনিয়া গ্রামে।
থানা পুলিশ ও মৃতের স্বজনরা জানান, চাঁদখালী ইউনিয়নের উড়াবুনিয়া গ্রামের রমেশ মন্ডলের ছেলে দেব্রত (৩৮) সোমবার বেলা সাড়ে ১১ টায় নিজের বাড়িতে বিদ্যুতের কাজ করছিল।
এমন সময় অসর্তকতা বসত বিদ্যুৎস্পৃষ্টে সে আহত হলে পরিবারের লোকজন তাকে পাইকগাছা হাসপাতালে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।