শেখ খায়রুল ইসলাম ,পাইকগাছা খুলনা প্রতিনিধি: খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ২০ সেপ্টেম্বরে অবাধ সুষ্ঠ- নিরপেক্ষ ও পরিচ্ছন্ন ইউপি নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ছাড়ের কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন। পৃথক পৃথক সভায় নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাগণ ও প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থীদের সাথে নির্বাচনী আচারণ বিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় প্রার্থীদের নির্বাচনী আচারণ-বিধি মেনে চলার পরামর্শ দিয়ে তিনি ভোট কেন্দ্রে দ্বায়িত্বপালনকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,আপনাদের দ্বায়িত্ব পালনে অবহেলা হলে এমনকি নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থীদের অবাধ সুষ্ঠ নির্বাচানের দাবির প্রেক্ষিতে মনিরুজ্জামান বলেন, কেউ আইনের উর্দ্ধে নয় সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সরকার বদ্ধ পরিকর বলে ঘোষনা দেন।
পাইকগাছা সরকারী কলেজ মিলনায়তন ও উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথক দুটি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক পুলকেশ কুমার মন্ডল, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক,উপজেলা নির্বাচন অফিসার কামাল আহম্মেদ সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।