গাজীপুরের টঙ্গীতে বাসায় গিয়ে বিয়ের আশ্বাসে গার্মেন্টের এক নারী আইটি কর্মকর্তাকে (২৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শনিবার রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে। তবে ঘটনা জানাজানির পর অভিযুক্ত রাজু আহম্মেদ গা ঢাকা দিয়েছেন।

এর আগে গত শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরা বাইগারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই তরুণী গাজীপুরা এলাকার একটি গার্মেন্টের আইটি অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

অভিযুক্ত রাজু আহাম্মেদ কুষ্টিয়ার ভেড়ামারা থানার কুদালীপাড়া গ্রামের আ. রউফ মিয়ার ছেলে। তবে সে আশুলিয়া জিরাবো এলাকায় থাকত।

মামলাসূত্রে জানা যায়, ৮ মাস আগে মোবাইল ফোনে রাজু আহাম্মেদের সঙ্গে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। এই সূত্রে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন তারা।

গত শুক্রবার রাত ৯টার দিকে ওই তরুণীর বাইগারটেক এলাকার বাসায় আসে রাজু। সেখানে তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে ধর্ষণ করে। পরে বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত রাজু ওই তরুণীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। পরে শনিবার রাতে ভুক্তভোগী ওই তরুণী নিজে বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

 

কলমকথা/সাথী