গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশুদের জন্য প্রথমবারের মতো আর্ট স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমির পৃষ্টপোষকতায় এ আর্ট স্কুল করা হয়।
শনিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার শহীদ মিনার চত্বরে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
মাহাবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের সাবেক উপাধ্যক্ষ আইয়ুব আলী মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম কুমার বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম তৌফিক ইসলাম, চিত্রশিল্পী কামরুজ্জামান তালুকদার সাগর ও সাংবাদিক মেহেদী হাসান বক্তব্য রাখেন।
পরে শতাধিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।