![গোমস্তাপুরে বৃদ্ধের লাশ উদ্ধার](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/06/গোমস্তাপুর.jpg)
গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফুদন বেগম (৮৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
বুধবার (৭ জুন) বিকেল সারে ৫টায় উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের চকপুস্তুম গ্রামের পাশে পানি ব্যবস্থপনা অফিসের নীচে বিলের ধারে পরিত্যক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত ফুদন বেগম পার্শ্ববর্তী নাচোল উপজেলার খোলশী গ্রামের মৃত সুলতান আলীর মেয়ে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, উপজেলার চকপুস্তুম গ্রামের বিলের পাশে পরিত্যক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে তার পরিবার জানায় মৃত ব্যক্তি মানুষিক রোগী ছিলেন। মৃত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন থানায় নেওয়া হয়েছে । আগামী কাল সকালে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে মর্গে প্রেরন করা হবে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।