সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াজুল ইসলাম রাজু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত রাজু উপজেলার রস্তমপুর ইউনিয়নের বেড়িবিল গ্রামের ডা: ময়নুল ইসলামের পুত্র।
পারিবারিক সূত্র জানায়, শনিবার রাতে রিয়াজুল এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল। পথিমধ্যে অজ্ঞাত এক গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এক অটোরিকশা চালক গুরুতর আহতাবস্থায় রিয়াজুলকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।