আতাউর রহমান, উপজেলা করেসপন্ডেন্ট, গৌরীপুর (ময়মনসিংহ) : বৃহস্পতিবার (১২ আগস্ট) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন নিকহাত আরা ।
নবাগত কর্মকর্তা নিকহাত আরা সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান স্থলে যোগদান করেন। বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে (৯ আগস্ট) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন।
এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, নিকহাত আরা এর আগে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তার বাড়ি লালমনিরহাটে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬ তম ব্যাচের কর্মকর্তা । তাঁর স্বামী ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত আছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।