জাহাঙ্গীর আলম,টাঙ্গাইলঃ
টাঙ্গাইলে ঘাটাইল উপজেলা আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন (শনিবার) সন্ধ্যা পর ৯নং ওয়ার্ডের উত্তরা প্রি-ক্যাডেট স্কুলে ঘাটাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীমেয়র প্রার্থী সরকারি জি.বি.জি কলেজের সাবেক (ভিপি) আবু সাইদ রুবেলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ছবি/দৈনিক কলম কথা
ঘাটাইল পৌরসভার ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে মেয়র প্রার্থী আবু সাইদ রুবেল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আশা করি দল আমাকে মুল্যায়ন করবে ইনশাল্লাহ, তিনি আরো বলেন, ঘাটাইল পৌরসভাকে একটি উন্নত, সমৃদ্ধ, চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাসমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করি। সরকারি সা’দত কলেজ ছাত্রকল্যাণ পরিষদের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান মামুন এবং ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রাফসান সাইফ সন্ধির পরিচালনা বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফজাল খান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বিশা মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নওশের আলী, সরকারি জি.বি.জি কলেজ ছাত্র-সংসদের এজিএস মোঃ রঞ্জু আহমেদ, ভিপি রুবেলের সহধর্মিণী নুপুর ইয়াসমিন, শ্রমিক লীগের সদস্য আঃ মজিদ, ছাত্রলীগ নেতা মনির খান, তানজিম হৃদয়, গণেশ আর্য্য প্রমুখ। এসময় ঘাটাইল উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, ঘাটাইল সরকারি কলেজের সহ-সাহিত্য সম্পাদক গণি মিয়া, উপজেলা যুবলীগ নেতা ঈশা মিয়া, পৌর যুবলীগ নেতা ফরহাদ সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগের প্রায় ৪ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।