সুজিত কুমার দত্ত ফরিদপুর:ফরিদপুরে ঘাস ক্ষেত থেকে সাব্বির বিশ্বাস (১৫) নামে এক রিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ এপ্রিল) সকালে ফরিদপুর সদরের উত্তর দয়ারামপুর এলাকার একটি ঘাস ক্ষেত থেকে ওই রিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়।
সাব্বির ওই এলাকার আলমগীর বিশ্বাসের ছেলে।
জানা যায়, শুক্রবার (১ এপ্রিল) দুপুরে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সাব্বির।
পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবার-পরিজন বিভিন্ন জায়গায় সন্ধান করেও তার খোঁজ পায়নি। পরে স্থানীয়রা শনিবার সকালে একটি ঘাসের ক্ষেতে সাব্বিরের মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এরপরেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই রিকশা চালকের রিকশাটি ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।