ভারতের আন্দামান সাগরে সৃষ্টি হওয়া ঘুর্নিঝড় ইয়াস উড়িষ্যা ,পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ২৬তারিখে। তার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাগেরহাট জেলা প্রশাসন,স্বাস্থ্য বিভাগ,সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থা।
দূর্যোগব্যবস্থাপনা কমিটির জেলা উপজেলা, ইউনিয়ন পর্যায়ের কমিটির সভা অব্যাহত রয়েছে।তার ধারাবাহিকতায় চিতলমারীতে
আজ সোমবার১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো প্রস্তুতি মূলক সভা।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লিটন আলী।
ঘূর্নিঝড় পরবর্তী সময়ে চিকিৎসা সেবা দিতে জেলায় ৪৬টি মেডিকেল টমি প্রস্তুুত। তার মধ্যে চিতলমারীতে চিকিৎসা সেবা প্রদান করবে ৭টি টিম।
প্রস্তুুতি সভায় জানানো হয় চিতলমারীর ৭ ইউনিয়নে ২২সাইক্লোন সেন্টার সহ স্কুল কলেজ খোলা রাখা হবে।জরুরি সেবার জন্য মেডিকেল টিমের সাথে খাদ্য সামগ্রী প্রস্তুত আছে।
স্থানীয় নেতৃবৃন্দ,জনপ্রতিনিধিদের ঝড় মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে সভায় বলা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশোক কুমার বড়াল,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল হোসেন খান,চতিলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস,উপজেলা ভাইসচেয়ারম্যান মাহাতাবুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন, চরবানিয়ারী ইউনিয়ন চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল,কলাতলা ইউনিয়ন চেয়ারম্যান শিকদার মতিয়ার রহমান সহ বিভিন্ন দপ্তর প্রধান গন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।