চট্টগ্রামে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় এক কিশোর চালককে আটক করেছে পুলিশ। এ সময় ওই কিশোরকে গাড়ি চালাতে সহযোগিতা করার অভিযোগে গাড়িটিতে থাকা আরো ছয় জনকে আটক করা হয়।

শুক্রবার (৭ জানুয়ারি) রাত ৮ টার দিকে নগরীর পতেঙ্গা নেভাল ওয়েস্ট পয়েন্ট এবং সী-বীচ ক্রসিং এর মাঝামাঝি বঙ্গবুন্ধ ট্যানেল অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

পতেঙ্গা এলাকায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, একটি জিপ গাড়ি বেপরোয়া গতিতে চালাচ্ছিল এক অপ্রাপ্ত কিশোর। এতে সড়কে দুর্ঘটনা সৃষ্টির আশঙ্কা তৈরী হয়। নিজের জীবনের পাশাপাশি সে গাড়িটিতে আরোহীদের জীবন ও পথচারীদের জীবন হুমকির মুখে ফেলে। বিষয়টি নজরে আসলে অভিযান পরিচালনা করে গাড়িটিকে আটক করা হয়। এ সময় ওই কিশোর ও তাকে গাড়ি চালাতে সহযোগিতা করার অভিযোগে আরো ছয় জনকে আটক করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।