চট্টগ্রাম নগরীর করতোয়ালি থানাধীন হোটেল সফিনায় মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে নিউ মার্কেট জুবলী রোড সংলগ্ন বহুল পরিচিত এ আবাসিক হোটেলটির অষ্টম তলায় রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নন্দনকানন ফায়ার স্টেশনে সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আলী।
তিনি বলেন, রাত ১ টা ৫৫ মিনিটের খবর পেয়ে আমরা ২ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌছাই। পরে নন্দনকানন ও চন্দনপুরা সহ তিনটি ফায়ার স্টেশনের মোট ৫ টি ইউনিট দেড় ঘন্টা কাজ করে রাত সাড়ে ৩ টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে কেউ হতাততের খবর পাওয়া যায়নি। মূলত হোটেলটির অষ্টম তলায় অবস্থিত সেমিপাকা হোটেল কাম রেস্টুরেন্টের ডাইনিং রুম থেকে আগুণ ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কিভাবে হলো সেটি তদন্ত ছাড়া বলা যাচ্ছে না বলে জানান সিনিয়র এই স্টেশন কর্মকর্তা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।