নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি`র নিজ অর্থায়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রিক ও নগদ অর্থ ঈদ উপহার বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার বিকেলে উপজেলা চনপাড়া শেখ রাসেল নগর এলাকায় বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি`র নিজ অর্থায়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়, দরিদ্র পরিবারের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রিক ও নগদ অর্থ ঈদ উপহার হিসাবে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেলে চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলার যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, আওয়ামিলীগ নেতা লোকমান ভান্ডারী , সেচ্ছাসেবকলীগ নেতা জয়নাল আবেদীন প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।