মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার।ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ২১ জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন বাচ্ছু মাঝি, আলামিন মাঝি, ফারুক হাওলাদার, জাবেদ, খালেক, হাফেজ, ইউছুফ মৌলভী, জসিম জমাদার, রফিক, মাসুদসহ ১২ জন জেলে। নিখোঁজ জেলেদের বাড়ি ভোলা সদর ও চরফ্যাশনের আবদুল্লাহ পুর ইউনিয়নের বাসিন্দা।

জানা গেছে, রোববার বিকেলে একটি মাছ ধরার ট্রলারে বাচ্চু মাঝির নেতৃত্বে ২১ জেলে সাগর মোহনার উদ্দেশ্যে রওয়ানা হন। সোমবার ভোরে একটি জাহাজ তাদের ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া আরেকটি মাছ ধরার ট্রলার ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেন। তবে এখনো ১২ জন জেলে নিখোঁজ আছেন।

তবে ট্রলার ডুবি সম্পর্কে কিছু জানেন না বলে জানান দক্ষিণ আইচা থানার ওসি সাখাওয়াত হোসেন।

চরফ্যাশন ইউএনও মো. আল নোমান বিষয় টি নিশ্চিত করে বলেন, নিখোঁজদের উদ্ধারে পুলিশ, কোস্টগার্ড ও নৌ পুলিশ কাজ করছে।