শাকিল আহম্মেদ রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৩নং ওর্যাডে চাঁনখালীতে গনসংযোগ করেছেন বর্তমান মেম্বার আব্দুল মতিন ভূঁইয়া।গতকাল বিকালে চানখালী বায়তুল আমান জামে মসজিদে আসরের নামাজ শেষে গনসংযোগ করেন আব্দুল মতিন ভূঁইয়া।
এ সময় চানখালি এলাকার মুসল্লিরা আব্দুল মতিন ভূঁইয়ার কাছে বলে মসজিদের সামনের খালি জায়গায় বৃষ্টি হলে পানি জমে থাকে এতে মুসুল্লিরা ঠিক মতো নামাজ পড়তে পারে না তাই উক্ত খালি জায়গাটা বালু ভরাট করে দেওয়ার দাবি করে ।
পরে আব্দুল মতিন ভূঁইয়া মুসুল্লিদের দাবী পূরনের প্রতিশ্রুতি দিয়ে বলেন গত নির্বাচনে আগে আমি আপনাদের কথা দিয়েছিলাম আমি নির্বাচিত হলে আপনাদের এলাকায় , রাস্তা নির্মান, বিদ্যুৎ সংযোগ স্থাপন, বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেওয়া প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি নির্বাচিত হওয়ার পরে আমার কথা রেখেছি তাই আমি আশা করি আসন্ন নির্বাচনে আমাকে আবারও নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।