চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মহানন্দা নদীতে আজহার আলী (৪৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার খড়গপুর এলাকা দিয়ে বহমান মহানন্দা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মর্তা্ (ওসি) মাহবুবুর রহমান।
নিহত যুবক উপজেলার চরধরমপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। ওসি মাহবুব জানান, আজহার আলী গত শনিবার (১৬ অক্টোবর) নদীতে গোসল করার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
সোমবার স্থানীয় বাসিন্দারা লাশটিকে দেখতে পেয়ে, পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তিনি নদীতে গোসল করতে গিয়ে অজ্ঞান হয়ে যান। ফলে তিনি নদীতে ডুবে মারা যান। আইনানুগ প্রক্রিয়া শেষে তার লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি আরো জানান, আজহারের মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।