মোঃ আহসান হাবীব (সুমন), বিশেষ প্রতিনিধি জামালপুর: জামালপুর পৌরসভার ১১নং ওয়ার্ড শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মোড় থেকে পূর্ব দিকে শফিমিয়ার বাজার ও রেল স্টেশন যাওয়ার নির্ভরযোগ্য যাতায়াতের বহু পুরাতন এক জনপথ।
সেই পথ দিয়ে হাজার হাজার পথচারীদের চলাচল, হাট বাজার, রেল স্টেশন ও গেটপাড় থেকে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে যাতায়াতের সহজ একটি পথ এটি।
এই পথ ধরে যাতায়াত করে ছুটগড়,পলাশগড়, বামনপাড়া, রামনগর ও বাগেরহাটার মানুষজন।
আজ এই জনপথ চলাচলের অনুপযোগি হয়ে উঠেছে, দূর্ভোগের শেষনেই, এই কয়েক অন্চলের মানুষের।
কিছু দিন আগেও ছিল পাকা রাস্তা, এখন হয়েছে পিচডালা রাস্তা, কাঁচা মাটির কাঁদা রাস্তা সেই পথ দিয়ে মানুষের চলাচল এখন খুব কষ্ট দায়ক। এলাকার মুরুব্বিদের সাথে কথা বলে জানা যায়, একটু বৃষ্টি হলেই জমে যায় পানি, তার মধ্যেই আবার গাড়ি চলাচল করে, আমরা ঠিক মতো চলাচল করতে পারছিনা। নামাজের সময় কাঁদা পানি মাড়িয়ে যেতে হয় মসজিদে, এ এক মহা বিরক্তিকর অবস্থা। কলেজ ছাত্র ছাত্রীদের একই অভিযোগ আমাদের কলেজ ইউনিফর্ম নষ্ট হয়, অন্য রাস্তা দিয়ে যাতায়াত করলে সময় বেশি লাগে কলেজে পৌছাতে, তাই এই পথ ধরেই আমরা যাতায়াত করে থাকি।
আবার সেই পথে চলে ভারী যানবাহন ডাম ট্রাক, মাহিন্দ্র, বটবডি। এই সব গাড়ি চলাচলের জন্য রাস্তা হয়েছে কৃষি কাজের অনুপযোগী, স্কুল কলেজের ছাত্র/ছাত্রী, শিক্ষকরা প্রতিনিয়ত হচ্ছেন বিড়ম্বনার শিকার।
সমাজপতি থেকে প্রশাসন পর্যন্ত কেউ রাখেনা এ রাস্তার বেহাল দশার খোঁজ খবর।
কিছু অসাধু বালু র সিন্ডিকেট ব্যবসায়ীদের প্ররোচনায় প্লট ব্যবসায়ীদের আস্কারায় তারা সরকার ও জনগনের ক্ষতিকরে যাচ্ছে।
মনে হয় অভিভাবক হীন এই এলাকায় এসব দেখার কেউ নেই! তাই মহল্লা বাসির আবেদন যেনো- জেলা প্রশাসন এই রাস্তার বিষয় আমলে নিয়ে দ্রুত এর সমাধান করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।