গাজীপুরের কালীগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নাগরীর ভাসাভাসি গ্রামে এ ঘটনা ঘটে। কালীগঞ্জের উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির হোসেন জানান, রাতে পূর্বাচল ২৬ নম্বর সেক্টরের রাস্তা দিয়ে এক নৈশ প্রহরী যাচ্ছিলেন।
এ সময় রাস্তার পাশে ইজিবাইক চালেকর বাঁচাও বাঁচাও চিৎকার শুনে ঘটনাটি স্থানীয় ইউপি সদস্যকে ফোনে জানান। ইউপি সদস্য পুলিশ ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থল থেকে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
ধারনা করা হচ্ছে খুন করে দুর্বৃত্তরা চালকের ইজিবাইক নিয়ে গেছে। তিনি আরো জানান, ইজিবাইক চালকের নাম-পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ৩০-৩৫ বছর। পরনে লাল রঙের চেক শার্ট ও চেক লুঙ্গি রয়েছে। বিষয়ে নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সেলিম মিয়া জানান, এলাকার এক নৈশপ্রহরী কাছে বিষয়টি শুনে পুলিশকে খবর দেই। এরপর পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।