তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মিজানুর রহমান (সোনা মিয়া) ইউনিয়নের ২২ গ্রামের বাড়িতে বাড়িতে খাবার (তেহেরি) পৌছে দিয়ে পরিষদের দায়িত্ব গ্রহন করেন।
বুধবার (২ ফেব্রুয়ারী) দুপুরে ইউনিয়ন পরিষদে দায়িত্ব গ্রহন হরেন। এ সময় উপস্থিত ছিলেন, রুপাপাত ইউনিয়নের সাবেক চেরয়ারম্যান মো. আজিজার রহমান মোল্যা, প্রফেসর মাহিদুল ইসলাম, ১২ জন মেম্বর ও ইউপি সচিব।
করোনা প্রাদুভাবের কারনে তেহেরি রান্না করে ওয়ার্ড মেম্বার মাতুব্বরদের মাধ্যমে ইউনিয়ন বাসিদের বাড়ি বাড়িতে খাবার পৌছে দেন চেয়ারম্যান।
চেয়ারম্যান মো. মিজানুর রহমান সোনা মিয়া বলেন, করোনা ভাইরাসের কারনে খাবার রান্না করে গ্রামের পাড়া মহল্লার বাড়িতে বাড়িতে পৌছে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, ৪ হাজার টাকা দিনা নিয়ে দায়িত্ব বুজে নিয়েছি। পরিষদের বিদ্যুৎ বিল বাকি রয়েছে ৬ হাজার ৫শ’ টাকা। তার মধ্যে পরিষদে রয়েছে ২৩শ টাকা।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।