বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, সময়ের প্রয়োজনে জেগে ওঠে বাংলাদেশ ছাত্রলীগ। না খেয়ে জীবনবাজি রেখে দেশের জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশনেত্রী শেখ হাসিনা। ছাত্রদলকে নিয়ে তিনি আরও বলেন, অছাত্রদের সংগঠন ছাত্রদল। তারা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার দুপুরে নাসিরনগরে উপজেলা ছাত্রলীগের সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে আল-নাহিয়ান খান জয় এসব কথা বলেন। দীর্ঘ ১১ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের ছাত্রলীগের নেতারা। উল্লেখ্য, ২০১১ সালের অক্টোবরে নাসির উদ্দিন রানাকে আহবায়ক করে নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ আহবায়ক কমিটি দিয়েই গত ১১ বছর ধরে যে যার মতো করেই সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন।