অমল কৃষ্ণ পালিত,যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার বসুন্দিয়া জগন্নাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে।
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কতৃপক্ষ। দুইদিন ব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠানে পর্যায়ক্রমে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান খান এর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-৪ আসনের সংসদ সদস্য বাবু রনজিত কুমার রায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কৃষ্ণ কুমার দে’র সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন ১৫নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল। জগন্নাথপুর এ.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল আহসান বাবলুর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ অহেদুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম। ১৫ নম্বর বসুনদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইমরান হোসেন, ৪ নং ওয়ার্ড সদস্য মোঃ আতিয়ার রহমান খান, সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য ফরিদা বাবর, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ কামরুজ্জামান। আলোচনা পর্ব শেষে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাবু রনজিত কুমার রায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।