আশিকুর রহমান আদনান, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি ২০২২-২০২৩ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে। সুষ্ঠ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে কমিটির নির্বাহী সদস্যদের ও সাবেক কার্যনিবার্হী সদস্যদের উপস্থিতিতে এবং প্রত্যক্ষ ভোটে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। ১৩ সদস্যবিশিষ্ট এই কার্যনিবার্হী পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হোন নিয়াজ মাহমুদ সজীব এবং প্রথম নারী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হোন সাদিয়া ইসলাম ইফতি। আজ ১১ এপ্রিল ২০২২ সালে সংগঠনের মডারেটর, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম স্যারের সুপারিশক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক স্যার নতুন কমিটির অনুমোদন দেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ স্যার ও প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল স্যার। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি পদে আছেন মোঃ ইসমাইল মজুমদার ও জান্নাতুল ফেরদৌস মীম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাথি বাড়াল কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোঃ নাইমুল হাসান সুপ্ত। অর্গানাইজিং এবং অফিস সেক্রেটারি পদে আছে যথাক্রমে তামান্না ইসলাম বৃষ্টি ও মোঃ মিনহাজুল ইসলাম। পাব্লিক এন্ড কমিউনিকেশন সেক্রেটারি পদে আছেন প্রান্ত খান,তার সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মারদিয়া রহমান। শিক্ষা ও গবেষণামুলক দায়িত্ব রয়েছেন আমামুল হাসনার সাকিব। ইভেন্ট এবং ওয়ার্কশপ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ রিজন কবির রিজভি। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ বেলায়েত হোসেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সভাপতির দায়িত্ব পেয়ে নিয়াজ মাহমুদ সজিব নিজের অভিব্যক্তি প্রকাশ করে জানান, আমরা অনেকদিন ধরে জবি ফটোগ্রাফিক সোসাইটির সাথে কাজ করে আসছি আমরা দেখেছি কিভাবে একটা সংগঠন চালতে হয় তাদের কাছ থেকে যে কাজ গুলো শিখেছি সে অভিজ্ঞতাকে পুজি করে সামনে আগাতে চাই। আশা করি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ভালো কিছু উপহার দিতে পারবো আর আমরা আমাদের নতুন এ কমিটির মাধ্যমে এমন কিছু কাজ করে যেতে চাই যেন সবার কাছে স্মরনীয় হয়ে থাকে। সাধারণ সম্পাদক ইফতি বলেন, প্রথমেই সকলকে ধন্যবাদ জানাই আমাকে জবি ফটোগ্রাফিক সোসাইটির প্রথম নারী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করার জন্য যা আমার কাছে অনেক বড় এক ব্যাপার। তিনি বলেন আমাদের সোসাইটির অন্যান্য মেয়ে সদস্য যারা আছেন তাদের জন্যও বিষয়টি এবার অন্যরকম ভাবে কাজ করছে। আমরা এই করোনার মাঝেও নানা প্রতিবন্ধকতার মাঝেও যেভাবে কাজ করেছি আশা করি ভবিষ্যতে ও সবাই মিলেমিশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু উপহার দিতে চাই। জবি ফটোগ্রাফিক সোসাইটির সদ্য বিদায়ী সভাপতি আশিকুর রহমান বলেন, “আমার কমিটির মেয়াদ সবচেয়ে বেশি ছিলো কোভিডের জন্য। আমরা চেস্টা করেছি সোসাইটিকে একটিভ রাখতে।
একটিভ রাখার জন্য অনলাইনে ও পরবর্তীতে অফলাইনে নানান ধরনের একটিভি রেখেছিলাম। আশা করি কোভিড চলাকালীন সময়ের ঘাটতি নতুন কমিটি পূরন করবে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি ক্যাম্পাসের মাঝে জনপ্রিয় সংগঠন হয়ে উঠবে।” এছাড়া অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করে ১৩ তম ব্যাচের শিক্ষার্থী তামান্না ইসলাম বৃষ্টি বলেন, ছবি তোলার আগ্রহ থেকেই ফটোগ্রাফিক সোসাইটির সাথে যুক্ত হওয়া। করোনার কারনে দীর্ঘসময় পর আমাদের নতুন কমিটি দেয়া হয়েছে। সোসাইটির সবার জন্য অনেক শুভকামনা আর দোয়া রইলো। সবার সাথে নিজের ও এখন দায়িত্ব বেড়ে গিয়েছে। আশা করছি সবার সহযোগীতা আর দোয়া থাকলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।